The entrance to the womb, also referred to as neck is called the cervix. Cervical cancer is the commonest cause of cancer death in developing countries. In India, the peak age of cervical cancer incidence is 55 – 59 yrs. Among the risk factors, Human Papilloma Virus (HPV) is prevalent among 87.8 % to 96.67 % cases in India (Ref. Asia Pac. J. Cancer Prev, 2009).

Broadly cervical cancer staged as follows –

  • Pre-cancer stage : Cancer related abnormal changes begin to take place in the cells but they are confined to the natural boundary of cells i.e. basement membrane. The full blown disease yet to develop and if left untreated gradually progresses to cancer.

 

  • Early cancer stage : Abnormal cells proliferate and start to break the boundary to extend beyond their original location but not beyond the organ itself.

 

  • Late cancer stage : Cancer cells spread beyond the cervix to involve the neighbour organs like bladder, rectum etc.

 

CERVICAL CANCER

 

  • CIN is the precancer stage.

SCREENING : PREVENTION IS BETTER THAN CURE!

Pap test and HPV DNA test are different screening tests done for the early detection of cervical cancer. Pap test is named after Dr. George N. Papanicolaou whose discovery of the screening test has made a definite impact on womens’ health. By simple screening the incidence of cervical cancer death is reduced to 50% in USA in last 30 years. Unfortunately there is no consistent cervical cancer awareness programme in India at present.

Cervical Pap Smear Screening Test is done by a Super Specialist Lady Oncopathologist at Dr. M.N. Chatterjee Memorial Pathology Laboratory, Uttarpara the best Oncopathology Lab in Hooghly.

screening tests

DIAGNOSIS AND TREATMENT :

Punch biopsy, Endocervical curettage, electrical wire loop and cone Biopsy are performed by your Doctor, if Cervical Cancer is suspected. There will be further tests to determine the extent(stage) of your Cancer if the Doctor confirms the presence of cervical Cancer in the body. Surgery, Radiotherapy, Chemotherapy or a combination of these are different Cervical Cancer treatment options.

Some common questions on Cervical Cancer and their answers

  • ‘Cervical Cancer’ কি?

মহিলাদের জরায়ুর একটি অংশ Cervix, তার ক্যানসারকে Cervical Cancer বলে। এর নানাবিধ কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হল “High Risk Human Papilloma Virus ” infection, যা Sexually Transmitted হয়।

  • Cervical Cancer এর প্রাধান্য কত?

Cervical Cancer ভারতবর্ষে মহিলাদের অতি সাধারণ (most common) ক্যানসার, যা থেকে ভারতে মৃত্যুর হার ১৫.২ শতাংশ (WHO)। সারা বিশ্বে প্রতিবছর প্রায় ২,৭৫,০০০ জন মহিলার মৃত্যু হয় Cervical Cancer থেকে, যার শতকরা ২৬ জন (অর্থাৎ প্রায় ৭০,০০০) এরও বেশী হয় ভারতবর্ষে।

  • Cervical Cancer কি প্রতিরোধ করা সম্ভব?

Cervical Pap Test নামক একটি অতি সহজ, Painless Screning (স্ক্রিনিং) পদ্ধতির দ্বারা Cervical Cancer কে ক্যানসারের আগের Stage অর্থাৎ ‘Pre Cancer’ অথবা খুব ‘Early Stage’ – এ ধরা সম্ভব। এই Stage এ ধরা পড়লে শতকরা ৯২ থেকে ১০০ ভাগ মহিলাকে সঠিক এবং সত্বর চিকিৎসার দ্বারা বাঁচানো সম্ভব (American Cancer Society, Cancer Facts and Figure, 2002)

সমীক্ষায় দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) শুধুমাত্র ‘Cervical Pap Test’ দ্বারা Screening করে বিগত ৩০ বছরে ‘Cervical Cancer’ ৫০ শতাংশ কমে গেছে। (ACOG) একজন মহিলা যদি তাঁর সারাজীবনে অন্ততঃ একবারও (Once in a life time) screening করেন, তাহলে ২০ থেকে ৩০ শতাংশ Cervical Cancer হার কমানো সম্ভব (Juneja et al, 1997, India).

দূর্ভাগ্যবশতঃ ভারতবর্ষের মত জনবহুল দেশে এখনও পর্যন্ত ‘Cervical Cancer’ নিয়ে কোন প্রকল্প বা ‘Awareness Programme’ নেওয়া হয়নি।

  • কখন করাবেন এই Screening Test?

WHO guideline অনুযায়ী ২১ বৎসর উর্দ্ধ সকল মহিলাদের অথবা প্রথম Sexual Intercourse এর পর (যেটি প্রথম হবে), প্রতি ৩ বছর অন্তর ২৯ বছর বয়স পর্যন্ত।

– ৩০ থেকে ৬৫ বছর পর্যন্ত, প্রতি ৫ বছরে ১ বার (যদি আগের Report Negative থাকে)।

  • ‘Cervical Pap Test’ এর Side Effect কি?

এর কোন Side Effect বা Complication নেই, এটি সম্পূর্ণ Painless একটি পদ্ধতি, যাতে নরম ও সরু একটি Cervical Brush দিয়ে Cervix এর কোষ সংগ্রহ করে তা Screen করা হয়, তাতে Cancer এর পূর্বাভাস বা early changes আছে কিনা তা জানার জন্য।

  • তিনটি Alarming Signs যার জন্য সত্বর ডাক্তারের পরামর্শ নেবেন এবং Pap Test করাবেন

১। Post menopausal bleeding / spotting

২। Post coital bleeding / spotting

৩। Excessive white discharge